আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আদম ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারণার শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জের ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার থেকে উচ্চ বেতনের আশায় খাদেম নামে এক আদম ব্যবসায়ীর মাধ্যমে বিদেশে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করা এসব যুবকের পরিবারের সদস্যরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চান। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, স্থানীয় খাদেম নামে এক মানব পাচার ব্যবসায়ী প্রায় সাত লাখ টাকা নিয়ে মধ্য-পাচ্যের বিভিন্ন দেশ ও ভালো কাজ লাখ টাকা বেতনের কথা বলেছিল। কিন্তু বিদেশ গিয়ে তাদের স্বজনরা কোন কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে বিদেশ যাওয়ার সাত লাখ টাকা শোধ দিতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েছেন তারা। মানববন্ধন থেকে, স্বজনদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান, সেই সাথে প্রতারক আদম ব্যবসায়ীর শান্তি দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত