ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার ভালুকায় পিক-আপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে পোশাক শ্রমিক ২ বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ভালুকার হাতিবেড় এলাকার মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। তারা দু’জন আসাদ আলীর মেয়ে ও সম্পর্কে সহোদর বোন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। শনিবার (০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, পোশাক শ্রমিকদের বহন করা অটোরিকশাটি ভালুকার ভরাডোবার দিকে যাচ্ছিল এসময় অপরদিক থেকে মুরগী-বাহী একটি পিক-আপ ভ্যান ওই এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত