মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরাও মেহেরপুরকে একটি মডেল জেলায় পরিণত করতে চাই। মেহেরপুরকে একটি আদর্শ জনপদে পরিণত করতে এ অঞ্চলের সকলকে একযোগে কাজ করতে হবে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মেহেরপুর সদর উপজেলা পরিষদ আয়োজিত মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে দুই কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির হিসাবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করেছে। মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপন একটি মহৎ উদ্যোগ। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কল্যাণে অভিভাবকসহ সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত