আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগে ১ হাজার ৫৫০ লিটার চোলাই-মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, রাজশাহী জেলার মহোনপুর পালশা মরা ফেলা এলাকার শ্রী মনোহরী রায় এর ছেলে শ্রী মহাদেব রায় (৩০) ও একই এলাকার মৃত কালীপদ রায় এর ছেলে শ্রী সুশীল রায় (৫০)। র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার (২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাত সোয়া ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের পালশা মরা ফেলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে শ্রী মহাদেব রায় ও শ্রী সুশীল রায় কে ১ হাজার ৫৫০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী-দ্বয় একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারি দরে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত