ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর-গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে মো.সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহত সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নম্বর রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো.সবুজের ছেলে। সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পূর্ব বাজারের তাবাসসুম ষ্টেশনারী এন্ড ভ্যারাইটিজ শপের সামনে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহতরা হলেন, রতনপুর গ্রামের জাফর আহম্মদের ছেলে নাজিম উদ্দিন (১৮), মনির আহম্মদের ছেলে রাকিব (২৪) ও রিয়াজ (২২), একই গ্রামের হারুনুর রশিদের ছেলে রাকিব (২৫)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ২জনকে ঢাকায় পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রতনপুর’সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর-গ্যাংয়ের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের রিয়াজ, আরাফাত, আরিফ ও মমিন গ্রুপ পারভেজ, সিফাত, শাকিল ও অভি গ্রুপের সঙ্গে স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী যুবক সৌরভসহ ৫ জনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করে এবং উন্নত চিকিৎসার জন্য রাকিব ও রিয়াজকে ঢাকায় প্রেরণ করা হয়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি একজনের মৃত্যুর বিষয়টি নিশিত করেন। তিনি বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত