মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার কমলগঞ্জে নারী-শিশুসহ ৬ রোহিঙ্গাকে (বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক) আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া থানার কুতুবপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শাহা (১৯), নূর ফাতেমা (১৭), আখলিমা (০৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪) এবং উমায়ের (৪)। সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাতে কমলগঞ্জ থানা এলাকার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন এলাকায় ২জন পুরুষ, ২নং নারী, ২জন শিশু সহ মোট ৬জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখতে পায় স্থানীয় চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার। এসময় রোহিঙ্গা সন্দেহে তাদের আটক করে থানায় সংবাদ প্রদান করেন। এসময় তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। পরে মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারের জিজ্ঞাসাবাদে তারা তাদের রোহিঙ্গা আইডি কার্ড দেখায়। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদেরকে রোহিঙ্গা বলিয়া পরিচয় দেয় এবং জানায় যে, মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সিলেট শহরে মাজার জিয়ারত করার জন্য কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং শরণার্থী শিবির ক্যাম্প থেকে পালায়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত