ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: The Bangladesh (Whips) Order, 1972 (P.O. 64 of 1972) এর Article 3(1) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দ্বাদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে ২১৮ মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিযুক্ত করেছেন। সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ হতে সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম কর্তৃক স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। উল্লেখ্য যে, আলাদা একটি প্রজ্ঞাপনে আরও ৫ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নবনিযুক্ত হুইপগণ হলেন, ইকবালুর রহিম এমপি (৮ দিনাজপুর -৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (৩৫ জয়পুরহাট-২), মো: নজরুল ইসলাম বাবু এমপি (২০৫ নারায়ণগঞ্জ- ২), সাইমুম সরওয়ার কমল এমপি (২৯৬ কক্সবাজার -৩), এবং মাশরাফী বিন মোর্ত্তজা এমপি (৯৪ নড়াইল-২)। মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) জাতীয় সংসদ সচিবালয় এর পরিচালক (যুগ্ম-সচিব) গণসংযোগ মোঃ তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত