ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাথে সবধরনের যোগাযোগ ও সহযোগিতা আরো বৃদ্ধি করতে আগ্রহী ভারত। তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত বন্ধু ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে। প্রতিমন্ত্রী মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ)সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎকালে একথা বলেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের সকল উন্নয়নের সঙ্গে থাকতে আগ্রহী। উন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়সহ সরকারের গৃহিত সকল পদক্ষেপের সাথে ভারতের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। তিনি আরো বলেন, পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, সেখানে ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহী। দু’দেশের মধ্যে নৌপর্যটন শুরু হয়েছে। অন-এরাইভাল ভিসা আরো সহজ করার জন্য কাজ করছে দু’দেশের সরকার। সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত