আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তৃণমূল পর্যায়ে সামাজিক সম্প্রীতি সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে যুবকদের সম্পৃক্ত-করণ এবং তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিত-করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অবহিত-করণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় জেলা প্রশাসক বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ও যুবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে। যাতে করে তারা আগামী দিনে হবে উদ্যোক্তা প্রকল্পের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি বাস্তবায়ন করার উপর জোর দেন এবং আস্থা প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দানে আশ্বাস প্রদান করেন। এছাড়া যুবকদের ওতপ্রোতভাবে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, ডেমক্রেসিওয়াচের কো-অর্ডিনেটর এস এম মঈন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক সানজিদা লিপি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা, আরএসডিএফ’র নির্বাহী পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম বাবু খান, নবজাগরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, প্রয়াসের জুনিয়র এ্যাসিস্ট্যান্ট (ট্রেনিং) আব্দুস সালাম প্রমুখ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত