ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহাসড়কে অবৈধভাবে চাঁদাবাজির সময় আটকের পর ৩ জনকে ১মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, নান্দাইল পাছপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আল আমীন (২৮), ঝালুয়া গ্রামের ফজলুল হকের ছেলে মাজাহারুল ইসলাম(৩০) এবং চারিআনিপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে মামুন হাসান(২২)। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ জানান, শনিবার (২০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে এর নান্দাইল এলাকায় বিভিন্ন যানবাহন থেকে অবৈধ চাঁদা আদায়ের সময় ওই ৩ চাঁদাবাজকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ১৮৬০ সালের বাংলাদেশ দণ্ডবিধির ২৯১ ধারা মোতাবেক প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত