আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মৌলিক অধিকারসহ সংগঠনের ১২দফা বাস্তবায়নের দাবীতে এক সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ সমাবেশ হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল কাইউমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সহ-সভাপতি হাসেম আলী, মজিবুর রহমান ভিকু। এসময় উপস্থিত ছিলেন বারোঘরিয়া আঞ্চলিক শাখার সভাপতি চাঁদ বিশ্বাস সম্পাদক ওয়াসিম আলী, রাণিহাটি আঞ্চলিক শাখার সভাপতি শামসুল হক, সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক সেলিম রেজা প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, মহারাজপুরের নির্বাচনে এবং ২০০৮ সালে আমার প্রথম নির্বাচনে এই ইমারত নির্মাণ শ্রমিক ভাইয়েরাই আমাকে সহযোগিতা করেছিলো তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, যদি সদর উপজেলার সকল নির্মাণ শ্রমিক ভাইয়েরা একত্রিত হয়ে মিডিয়ার মাধ্যমে যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট তাদের দাবী পৌঁছে দিতে পারে, তাহলে একটা সমাধানের পথ তৈরি হবে। এসময় তিনি নির্মাণ শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকসহ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত