ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের বোদা উপজেলায় কাজী ফার্মসের মুরগীর খাদ্য-বাহী ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সৌরভ ইসলাম (১৫) নামে আরেক কিশোর। শুক্রবার (১০ জুন) বিকেলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ভাসাইনগর কাজী ফামর্স ফিড মিল গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম একই উপজেলার ময়দান-দিঘী ইউনিয়নের ভীম-পুকুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে এবং পাথরাজ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, মনিরুল ও সৌরভ মোটরসাইকেল যোগে উপজেলার বোদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে ভাসাইনগর কাজী ফামর্স ফিড মিল গেটের সামনে পৌঁছলে পঞ্চগড় থেকে আসা কাজী ফামর্স লিমিটেডের মুরগীর খাদ্য-বাহী ট্রাক চালক কোন প্রকার সিগনাল না দিয়ে ট্রাকটি ফিড মিলের ভিতরে প্রবেশ করাতে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে ট্রাকের ধাক্কায় রাস্তায় ফিটকে পড়ে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়। অপরজনকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার পরপরেই দুর্ঘটনার প্রতিবাদ ও ট্রাক চালককে গ্রেফতারের দাবীতে উত্তেজিত এলাকাবাসীরা বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় ওই স্কুল ছাত্রের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত