ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন, ময়মনসিংহ বিভাগীয় অফিসের মাধ্যমে ভেজাল ও নিম্নমানের খাদ্য-পণ্যের মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ডিসেম্বর মাসে ভ্যাটসহ ২০ লাখ ৬২ হাজার ৯৬১ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এছাড়া, ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয় ও বাজারজাতকরণ করার অপরাধে ভ্রাম্যমান অভিযান বা মোবাইল কোর্ট একই সময়ে ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ৬৩৪ টাকা জরিমানা আদায় করেছে। অন্যদিকে, ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় অফিসের দেওয়া তথ্য মতে, একই সময়ে সিএম লাইসেন্স প্রদানের সংখ্যা ১৬টি এবং সিএম লাইসেন্স নবায়নের সংখ্যা ১২ টি। মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা ৪টি যাতে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সংখ্যা ৭টি ও বাজার থেকে সংগ্রহীত নমুনা সংখ্যা ৬টি এবং নতুন কারখানা চিহ্নিতকরণ করা হয়েছে ৩০টি। ময়মনসিংহ বিএসটিআই’র উপপরিচালক (রসায়ন) ও অফিস প্রধান দেবল কান্তি রায় বলেন, যারা অবৈধ মানচিহ্ন ব্যবহার করে থাকে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে আগত রমজানের পুরোমাস খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে অভিযান চলমান থাকবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত