ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে ভারতের বিজেপি নেতা ও মুখপাত্র নুপুর শর্মার কটূক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীর মাইজদী, চৌমুহনী, সুবর্নচরসহ বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর চৌমুহনীর বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রেলগেইট এসে মিলিত হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি মসজিদে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। একই সময় জেলা শহর মাইজদী ও সুবর্নচর থানার হাট এলাকায় মিছিল বের করে তৌহিদী জনতা। পরে সমাবেশে
স্থানীয় ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে অবমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত