রাজশাহী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সোমবার থেকে মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) পর্যন্ত ২০ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সূত্র জনায়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৯ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুঁড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করেছে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্ট-ভুক্ত আসামি, মাদকদ্রব্যসহ ১১ জনকে এবং অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, মাদক মামলায় আটক আসামিদের কাছ থেকে ৩৫ দশমিক ৬৫ গ্রাম হেরোইন, ২২ বোতল ফেনসিডিল, ২৫ পিস ইয়াবা, ১০০ পিস ট্যাপেন্টাডল ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত