ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে ভারতের বিজেপি নেতা ও মুখপাত্র নুপুর সর্মার কটুক্তিমুলক বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। শুক্রবার জুম্মার নামাজের পর জেলা শহর মাইজদী ও বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীসহ বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা থেকে খন্ড খন্ড মিছিল বের হয়। মিছিল চৌমুহনী রেলগেইট এসে মিলিত হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি মসজিদে এসে এক সংক্ষিপ্ত
সমাবেশ করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলো। পুলিশের পাশাপাশি, র্যাব ও সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনী টহল দেয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম জানান, তৌহিদ জনতার মিছিল সমাবেশকে কেন্দ্র করে যে প্রকার নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত