ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলায় শীতের তীব্রতা বাড়ায় কম্বলের উষ্ণতায় ছিন্নমূল মানুষকে জড়িয়ে নিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় বোর্ড মেম্বার ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। শুক্রবার (১২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত গভীর রাতে মাইজদী ও সোনাপুর রেলস্টেশন, সোনাপুর বাসস্ট্যান্ড এবং জেলা শহর মাইজদী, সোনাপুর, দত্তের হাটের ফুটপাতে ঘুরে ঘুরে সহস্রাধিক ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও নিজ ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন শাহিন। কম্বল বিতরণের সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের সহকারী পরিচালক আবদুল করিম, যুব রেড ক্রিসেন্টের সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় বোর্ড মেম্বার ও জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন নোয়াখালী শহরের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। যে কারণে আমরা গভীর রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। কারণ এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। দিনের বেলায় তারা পেটের দায়ে বিভিন্ন জায়গায় থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও নিজ ব্যক্তিগত উদ্যোগে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত