মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা:) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা:) কে অবমাননা, কটূক্তি ও ব্যাঙ্গ করার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা উপজেলার ‘সকল মুসলিম উম্মা’র ব্যানারে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, পৌর শহরের ঢাকা-মোড়ে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা:) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা:) কে অবমাননা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে কটূক্তি-কারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সকলকে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালনের আহ্বান জানান। প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুজন নেতা নুপুর শর্মা ও নবীন কুমার মুসলিম সম্প্রদায়ের বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা:) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা:) কে কটূক্তি করে। এর পরেই দেশ-বিদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত