ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:“মতাদর্শগতভাবে সুশিক্ষিত না হলে অসাম্প্রদায়িক গনতান্ত্রিক রাজনীতির লড়াইয়ে জেতা যাবে না। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে ওয়ার্কার্স পার্টিকে শক্তিশালী করতে হবে। সে জন্য পার্টির সকল সদস্যকে পার্টির আদর্শগত বিষয়ে নিরন্তন অনুশীলন চালিয়ে যেতে হবে।” শুক্রবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মতাদর্শগত প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনি বক্তব্যে কমরেড রাশেদ খান মেনন এ কথা বলেন। শুক্রবার সকাল ১০টায় পল্টনস্থঃ ফেনী সমিতি মিলনায়তনে এ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় ও কমিউনিস্ট আন্তর্জাতিক সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য, মতাদর্শ, মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শের মৌল বিষয়বস্তু, মার্কসবাদী রাজনৈতিক অর্থনীতি বিষয়ে আলোচনা করেন পার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক ড. সুশান্ত দাস। দ্বান্দিক বস্তুবাদ ও দর্শন বিষয়ে আলোচনা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পাভেল ইসলাম, ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সদস্য কমরেড শরীফ শমশির। শনিবার আলোচনায় পার্টির ২১ দফা কর্মসূচি ও এর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন পার্টির পলিটব্যুরোর অন্যতম সদস্য কমরেড নুর আহমদ বকুল। পার্টির গঠনতন্ত্র ও পার্টি শৃংখলা এবং এর বাস্তব অনুশীলন সম্পর্কে আলোচনা করবেন কেন্দ্রীয় সদস্য কমরেড বেনজীর আহমেদ। বৈশ্বিক রাজনীতি ও বাংলাদেশ এবং পার্টির সাম্প্রতিক করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবেন পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন। সারা দেশ থেকে আগত কেন্দ্রীয় কমিটির ৪০ জন সদস্য আলোচনার ফাঁকে ফাঁকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। পার্টির কেন্দ্রীয় মতাদর্শগত প্রশিক্ষণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংগঠক অধ্যাপক ড. সুশান্ত দাসের সভাপতিত্বে এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহামূদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত