আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। রবিবার (০৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ৮ টা থেকে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ৫১২টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সকাল থেকে শিবগঞ্জ-১ আসনের জালমাছমারি, পিঠালিতলা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে. ভোটারদের উপস্থিতি খুব বেশি না হলেও কোন কোন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রথম ঘণ্টায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটাররা জানিয়েছে এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে। ভোট দিতে তাদের কোন অসুবিধা হয়নি। তবে বিরোধী দলের ডাকা হরতালে নির্বাচনে কোন প্রভাব পড়েনি। জেলা রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান জানিয়েছেন, ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। দ্বাদশ জাতীয় সংসদের এই নির্বাচনে জেলার ৩টি আসনে মোট ভোটার ১৩ লাখ ৫৩ হাজার ৩২২ জন। মোট প্রার্থী ১৬ জন। তবে এই নির্বাচনে মূল প্রতিদন্ধিতা হবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর সাথে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর। এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা মাঠে কাজ করছে। জেলা পুলিশ সুপার জানিয়েছে, নির্বাচনে যে কোন ধরনের অপ-তৎপরতা রুখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাঠে রয়েছে ১২ সেনাবাহিনী, ১৫ প্লাটুন বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে একাধিক মোবাইল টিম, ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত