উজবেকিস্তান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: উজবেকিস্তান নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এর সাথে উজবেকিস্তান মিল্লি আক্সবরত এজেন্টলিগ ( উজবেকিস্তান ন্যাশনাল ইনফরমেশন এজেন্সি) এর মহাপরিচালক কোচিমভ আবদুসাইদ কোচিমোভিচ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী সংবাদ সংস্থার বর্ণনা দিয়ে বাংলাদেশের অগ্রগতি ও অগ্রযাত্রায় প্রেস ও মিডিয়ার কার্যকরী ও গঠনমূলক অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কের বহুমাত্রিকতা ও গভীরতা উল্লেখ করে এ সম্পর্ককে আরও ত্বরান্বিত ও অর্থবহ করতে তিনি মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। এ লক্ষ্যে তিনি দু’দেশের প্রেস ও মিডিয়ার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে যোগাযোগ ও আদান প্রদানকে আরও নিবিড় ও শক্তিশালী করার উপর জোর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে দু’দেশের জনগণের মধ্যকার বোঝাপড়া ও বন্ধুত্বকে আরও গভীর ও সাবলীল করার ক্ষেত্রে প্রেস ও মিডিয়ার ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রদূত যোগ করেন। আলোচনাক্রমে তিনি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে মহাপরিচালককে অবহিত করেন।
মহাপরিচালক কোচিমোভিচ বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কের ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর প্রতিষ্ঠানের অনুরূপ বাংলাদেশের সংবাদ সংস্থা সমূহের সাথে যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি সমঝোতা স্মারক করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। আগামী বছরে বাংলাদেশ-উজবেকিস্তানের বিদ্যমান সহযোগিতা, বিশেষ করে সংবাদ সংস্থা সমূহের মধ্যেকার সম্পর্ক ও যোগাযোগ আরও মজবুত ও ফলপ্রসূ হবে এ আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত