জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশনের তেলের রিজার্ভ ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেল ৩টায় উপজেলার দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে রেলগুমটি সংলগ্ন শারমিন ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে রিজার্ভ ট্যাংকে থাকা ২৭ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল পুড়ে যায় এবং প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ফিলিং স্টেশন মালিকের। দিনাজপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। বিরামপুর ও ফুলবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত