ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৫জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড হিসেবে ১ কোটি ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত ১৬টি অধিক্ষেত্রের ২২জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। অ্যাওয়ার্ড প্রাপ্তদেরকে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদপত্র, ৩ লাখ টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, জাতির পিতা জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটি’র সিদ্ধান্ত মোতাবেক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ২০২১ সাল থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত