ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:উলগুলানের মহানায়ক বিরসা মুন্ডার ১২২তম মৃত্যু দিবস-২০২২ পালন উপলক্ষে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্র কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুন ২০২২ তারিখ) বিকাল ৪ টায় রাজশাহীর গণকপাড়ায় জাতীয় আদিবাসী পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সভাপতি অরুন লাকড়া, সাধারণ সম্পাদক লখিন সরদার, কেন্দ্রীয় সদস্য শিউলি মার্ডি, অনিল গজার প্রমুখ। সভায় বক্তারা বলেন, আজ বিরসা মুন্ডার ১২২তম প্রয়াণ দিবস। বিরসা মুন্ডা তার ২৫ বছরের সংক্ষিপ্ত জীবনে আদিবাসীদের ভূমি এবং অরণ্যের অধিকার প্রতিষ্ঠায় ১৮৯৯ সালে ভারতের ঝাড়খন্ডের রাঁচির ছোটনাগপুরে ব্রিটিশবিরোধী আদিবাসীদের বিদ্রোহ উলগুলান গড়ে তোলেন। আদিবাসীদের মুক্তির আন্দোলন গড়ে তোলেন। উলগুলানের ডাকে হাজার হাজার আদিবাসীদের সস্ত্র সংগ্রামে নেতৃত্ব দেন। ব্রিটিশ সস্ত্রবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বক্তারা আরও বলেন, বিরসা মুন্ডার সংগ্রামী ইতিহাস পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে। একই সাথে আদিবাসীদের সকল প্রকার সংগ্রামী ইতিহাস, আন্দোলনকে মুলধারার ইতিহাসে অন্তর্ভুক্ত করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত