ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছরের প্রথম দিনে খুলনা-যশোর-মোংলা ট্রেন চলাচল শুরু এবং ঢাকা-কক্সবাজারে নতুন ১টি ট্রেন সংযোজন হবে। মন্ত্রী বুধবার (৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে খুলনা-যশোর-মংলা এবং ঢাকা-কক্সবাজার রেললাইনে ট্রেন চলাচল বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়-কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকা-কক্সবাজার সেকশনে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ট্রেন চলাচল শুরু হয়। যাত্রীদের ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি থাকায় এবং যাত্রীদের নিরাপদ চলাচলের কথা বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে কক্সবাজার লাইনে আগামী বছরের জানুয়ারির ১ তারিখ থেকে নতুন আরো একটি ট্রেন সংযোজন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে ট্রেনের নাম নির্ধারণ করা হবে। এছাড়া খুলনা-যশোর-মোংলা সেকশনে জানুয়ারির ১ তারিখ থেকে একটি ট্রেন চলাচল শুরু হবে। নির্ধারিত সময়ে ট্রেন চলাচল না করার বিষয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন নাশকতার আশঙ্কার কারণে সময় অনুযায়ী ট্রেন পৌঁছতে পারছে না এবং স্টেশন থেকে ছাড়তেও বিলম্ব হচ্ছে । নাশকতার বিষয়ে দেশের জনগণসহ সকলকে সজাগ থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য মন্ত্রী সাংবাদিকসহ সকলকে আহ্বান জানান। উল্লেখ্য, খুলনা-মোংলা এবং ঢাকা-কক্সবাজার রেলপথ দু’টি বাংলাদেশ রেলওয়েতে নতুন সংযুক্ত হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত