মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ২ লক্ষ ৫ হাজার ১’শ ৫৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১২ জুন সারাদিন জেলার ৫ টি উপজেলার ১ হাজার ১’শ ৬৫ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন স্বেচ্ছাসেবকরা। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপেইন’ ২০২২ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। সিভিল সার্জন তাঁর বক্তব্যে বলেন, আগামী ১২ জুন জেলার ৫টি উপজেলা ও পৌরসভার ১১৬৫ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৬ থেকে ১১মাস বয়সী ২৪ হাজার ৫’শ ৭১ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৮০ হাজার ৫’শ ৮৬জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শতভাগ শিশুরা যাতে ওইদিন ভিটামিন এ ক্যাপসুল পায় তার জন্য স্বাস্থ্য বিভাগ মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে। এই ক্যাম্পেইনে একটি শিশুও যাতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সে জন্য ১২ জুনের পর আরো ৪ দিন বাড়ি বাড়ি বাদপড়া শিশু অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম জানান, ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত