ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাচাই- বাছাইয়ে পঞ্চগড়ে-১ আসনে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও বিভিন্ন ত্রুটির কারণে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ওই চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি সাংবাদিকদের জানান পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন রায় ও মুক্তি-জোটের আব্দুল মজিদ। তবে পঞ্চগড় ২ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন সঠিক রয়েছে। বর্তমানে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে ১১ জন ও পঞ্চগড়-২ আসনে ৫ জন রয়েছেন। এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কার্যালয়ে নিজ নিজ দলের প্রার্থীরা এসে মনোনয়ন পত্র দাখিল করেন। এতে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ১৫ জন এবং পঞ্চগড় ২ আসনে ৫জন সহ মোট ২০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন রয়েছে। আর প্রতীক বরাদ্দ হবে আগামী ১৮ ডিসেম্বর বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত