ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বাংলাদেশে প্রতিবন্ধীদের ক্রীড়া কার্যক্রমের সর্বোচ্চ সংগঠন ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি অভ্ বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ)-কে আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটি প্রাথমিক স্বীকৃতি/সদস্যপদ প্রদান করেছে। এর ফলে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদগণ এখন থেকে আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটি (আইপিসি) আয়োজিত সব ধরনের খেলা ও ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। এনপিসি বাংলাদেশের আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জনে অসামান্য অবদান রাখায় এনপিসি বাংলাদেশ এর পক্ষে সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ মাকসুদুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রতিমন্ত্রীর হাতে আইপিসি’র আনুষ্ঠানিক স্বীকৃতিপত্র তুলে দেন। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় এক প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। এখন থেকে প্রতিবন্ধীদের প্যারাঅলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের সকল বাঁধা দূর হলো। উল্লেখ্য, ২০১২ সাল হতে আইনি জটিলতার কারণে আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটি এনপিসি বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মোঃ জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আইপিসি’র সাথে যোগাযোগ করেন এবং কমিটি গঠনসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত