আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং ৭৪৭জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০০টি সংসদীয় আসনে বিপরীতে প্রার্থী হয়েছেন ২৭১২জন। শনিবার (২ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ২৭১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৯৬৫জন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭৪৭জন। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর পরিচালক (জনসংযোগ) মোঃ শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য এর আগে মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার(৩০নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বাংলাদেশ নির্বাচন কমিশন জানায়, দাখিলকারীর সংখ্যা ২৭৪১ জানালেও কয়েকটি আসনে একজন দাখিলকারীর একাধিক মনোনয়নপত্র থাকায় পরবর্তীতে যাচাই-বাচাই শেষে ২৭১২জন দাখিলকারীর তথ্য নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত