আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁয় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল বৃহস্পতিবার জেলা সদর থানাধীন পার নওগাঁ আলু পট্টি মোড়ের দক্ষিণে স্বপ্ননীড় নামক বাসার সামনে অভিযান পরিচালনা করে সাড়ে ৩৬ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাবের মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী, এসি এবং সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর থানাধীন পার নওগাঁ আলু পট্টি মোড় হতে অনুমান ১০০গজ দক্ষিণ স্বপ্ননীড় নামক বাসার সামনে অভিযান পরিচালনা করে সাড়ে ৩৬ কেজি গাঁজা, একটি পিকআপ সহ দক্ষিণ তেতাভুমির মৃত আব্দুল ওহাব এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৪) এবং বড় দশিয়া এর মৃত ময়লন হোসেন ছেলে মোঃ ইসমাইল (৪০) উভয় থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা কে হাতেনাতে গ্রেফতার করে।তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল বলে তারা জানায়।পরবর্তীতে তাদের বিরুদ্ধে নওগাঁ জেলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৫প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত