মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে নৌকা মার্কার প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকালে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, পৌর কাউন্সিলর মসুদ আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক-লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়নপত্র দাখিল শেষে শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মনোনীত করেছেন। আমি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। মৌলভীবাজার-রাজনগর সংসদীয় আসনকে একটি স্মার্ট আসন হিসাবে দিতে চাই। সেই লক্ষ্যে আমি উন্নয়নের মহা পরিকল্পনা করে কাজ করবো। মোহাম্মদ জিল্লুর রহমান অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, শেখ রাসেল স্মৃতি পরিষদের উপদেষ্টা ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সমূহ গ্রন্থের পৃষ্ঠপোষক ও প্রকাশকসহ বিভিন্ন সংগঠনসহ সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত রয়েছেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত