ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান এমপি মোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিকের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সেনবাগ থানা ওসি নাজিম উদ্দিন জানান,, মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাতে বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেল ও কাচের বোতলের আঘাতে এক পুলিশ সদস্য, সংবাদ সংগ্রহকারী সাংবাদিক সহ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিক অভিযোগ করে বলেন, তার এক অনুসারীকে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেইটে মারধর করে এমপির অনুসারীরা। এর জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হলে স্থানীয় এমপি সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তবে নিজের কোন কর্মী সমর্থক সংঘর্ষের সাথে জড়িত নয় বলে দাবি করেন এমপি মোরশেদ আলম।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: bnc24bd@gmail.com
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত