ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৩ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৩ এর গ্রাজুয়েশন নৈশভোজ মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) ব্যাংকুয়েট হল, আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল মু: কামরুল ইসলাম, বিবিপি, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিডি(পি) প্রধান অতিথি হিসেবে নৈশভোজে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি কোর্সে অংশগ্রহণকারী সকল দেশী ও বিদেশী কোর্স মেম্বারগণকে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং কোর্সের সাথে সম্পৃক্ত সকল ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসারগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তার ভাষণে এনডিসির উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সশস্ত্র-বাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশী কোর্স মেম্বারদের পক্ষ থেকে সিনিয়র কোর্স মেম্বারগণ বক্তব্য প্রদান করেন। কোর্স কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তারা এনডিসির কমান্ড্যান্ট, সকল ফ্যাকাল্টি, স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ।
এ বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ৪৩ জন, বেসামরিক প্রশাসনের ১৩ জন এবং বন্ধুপ্রতীম ১৭টি দেশের ২৯ জনসহ সর্বমোট ৮৫ জন কোর্স মেম্বার ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৩ এ অংশগ্রহণ করেন। অপর দিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৬ জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩ সম্পন্ন করেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত