ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা। টানা চার ঘণ্টা অবরোধ কর্মসূচী পালনের পর অবরোধ প্রত্যাহার করে তারা। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে পরবর্তী কঠোর সিদ্ধান্তে যাওয়ার বিষয়টি জানিয়ে সোমবার (২৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আকতার। এর আগে রবিবার (২৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেল সাড়ে চার থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচী পালন হয় রাত সাড়ে ৮টা পর্যন্ত। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে শহরের শেরে বাংলা পার্ক এলাকায় করতোয়া সেতুর প্রবেশ মুখে এই অবরোধ কর্মসূচী শুরু হয়। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংসদীয় আসন-০১ ও পঞ্চগড় ১ আসনে নাঈমুজ্জামান ভূঁইয়া মূক্তার নাম ঘোষণার পরপরই বিক্ষোভ কারীরা মুক্তাকে প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনায় আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে শহরের পঞ্চগড়- বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে শুয়ে সড়ক অবরোধ পালন করে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত