আবদুল জব্বার, উত্তরাঞ্চল প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীকে হত্যার প্রতিবাদে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্র্মীরা প্রতিবাদ মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকেরা অংশ গ্রহণ করেন। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, মাছরাঙা টিভির উত্তরাঞ্চল ব্যুরো চীফ উৎপল মির্জা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, রেডিও বাংলাদেশ পাবনার সুশিল তরফদার, দৈনিক খোলা কাগজের পাবনা জেলা প্রতিনিধি বীর-মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বাসসের রফিকুল ইসলাম সুইট,পাবনা সংবাদপত্র পরিষদের সম্পাদক শহীদুর রহমান, দৈনিক বিবৃতির বার্তা সম্পাদক পাভেল মৃধা, একাত্তর টিভির মুস্তাফিজুর রহমান, ডিবিসি টিভির পার্থ হাসান, এশিয়ান টিভির ফজলুল হক প্রমুখ। বক্তারা প্রযোজক আব্দুল বারী হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সকল অপশক্তি, সন্ত্রাসী ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, গত ৭ জুন (বুধবার) রাজধানীর হাতিরঝিল থেকে প্রযোজক আব্দুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করা হয় বলে ধারনা করছে পুলিশ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত