আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের পৃথক অভিযানে অভিযানে বিপুল পরিমাণ বিষ্ফোরকদ্রব্য ও গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৪২০ গ্রাম বিষ্ফোরকদ্রব্য ও ২ কেজি কয়লাসহ হাতেনাতে গ্রেফতার হয় একই এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল (২৫)। অপর অভিযানে রবিবার রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আটক হয় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা সাতরশিয়া মান্নান মোড়ের মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ রিপন (২০)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক অভিযানে ৩ কেজি ৪২০ গ্রাম বিষ্ফোরকদ্রব্য ও ২ কেজি কয়লা এবং ৬ কেজি গাঁজাসহ ২ জন আটকের বিষয়টি রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব। র্যাবের পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা রবিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা এলাকায় অভিযান চালায়। এসময় একই এলাকার মোঃ ইসমাইল কে ৩ কেজি ৪২০ গ্রাম বিষ্ফোরকদ্রব্য ও ২ কেজি কয়লাসহ হাতেনাতে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, সাম্প্রতিক সময়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতাসহ নানা অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জে র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার সৃষ্টি এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য বিপুল পরিমাণ বিষ্ফোরকদ্রব্য (গান পাউডার) সংরক্ষণ করে রাখা তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামীর ঘরের খাটের নিচ থেকে একটি বাজারের ব্যাগে ৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) এবং ২ কেজি কয়লা উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপর অভিযানে ১৯ নভেম্বর রাত পৌনে ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বমোড় এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ রিপন কে ৬ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিয়মিত সে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে পাইকারি/খুচরা বিক্রি করতো। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদরের বিশ্বরোড মোড়ে সাধারণ যাত্রী বেশে বাস-স্ট্যান্ডে অবস্থান নেয়। ঢাকা থেকে আসা একটি বাস থেকে ওই ব্যক্তি সন্দেহজনক ১টি বাজারের প্লাস্টিকের বড় কৌটা সাথে নিয়ে নামলে অভিযানিক দল তল্লাশি করে কৌটার ভিতরে লুকানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করে। পৃথক ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পৃথক মামলা করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত