ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঘূর্ণিঝড় মিধিলি এর আঘাতে নোয়াখালীতে বেশ কিছু কাচা-আধকাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছে অন্তত ৫ জন।
শুক্রবার দফায় দফায় জেলা সদর, বেগমগঞ্জ, হাতিয়া, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট, চাটখিল, সেনবাগ সোনাইমুড়ী উপজেলার অধিকাংশ এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। এতে বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছ পালা, বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুতের অভাবে অন্ধকারে জেলার অধিকাংশ এলাকা। শনিবার সকালে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা ত্রাণ ও-পুনর্বাসন কর্মকর্তা মো.জাহিদ হাসান খান জানান, ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে জেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত