ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ময়মনসিংহ নগরীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল এবং প্রতিবাদে ঘোষিত তফসিলকে ফরমায়েশি দাবি করে তা প্রত্যাখ্যান করে বিএনপিসহ সমমনাদলগুলো বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টা থেকে সাটে ৮টা পর্যন্ত নগরীর গাঙ্গিনাপাড়, নতুন বাজার ও আলীয়া মাদরাসা সড়কসহ বিভিন্ন স্পটে এসব পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়। নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে এদিন সন্ধ্যার পর নগরীর শিববাড়িস্থ দলীয় কার্যালয় থেকে মহানগর আওয়ামীলীগ সভাপতি সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নেতৃত্বে এক এক বিশাল আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়াও নগরীর টাউন হল চত্বর থেকে মহানগর আওয়ামী লীগের আরও একটি মিছিল ঔই মিছিলে এস যোগ দেয়। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মহিলা আওয়ামী লীগসহ অন্য সহযোগী সংগঠন ঢাক ঢোল পিটিয়ে পৃথক পৃথক মিছিল করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান কালে মেয়র বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীকে রাজপথে সজাগ থাকার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, শওকত জাহান মুকুল, মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু,ফারুক হোসেন, কামাল খান, তাজুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, মুহম্মদ আনোয়ার উল হক রিপনসহ মহানগর, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী মোহিত উর রহমান শান্তর সমর্থকরা। তবে ঘোষিত মিছিলকে প্রত্যাখ্যান করে নগরের আলীয়া মাদ্রাসা এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিএস. মাহাবুবের নেতৃত্বে নেতাকর্মীরা। একই ভাবে নগরের খাগডহর এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে যুবদল নেতা টুটু, সুজা, এজিএস রাসেল, নাহিদ, কৃষকদলের নাজিম, স্বেচ্ছাসেবক দলের রিপন’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। এছাড়াও পাটগুদাম ব্রীজমোড় এলাকায় কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের নেতৃত্বে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে যুবদল। এদিকে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নগর-জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন কোতোয়ালী মডেল থানাসহ জেলা গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্টরা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত