আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের সোনাপাড়া ও চন্ডিপুর এলাকায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র্যাব। অভিযানে ৭৮টি ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ ৩জনকে আটক করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃতদের ব্যবহৃত আরও তিনটি ফোন জব্দ করা হয়। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ও র্যাব এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাত ১টা হতে সাড়ে ৪টা পর্যন্ত ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সমন্বয়ে একটি যৌথ অভিযানিক দল ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর, সোনাপাড়া ও চন্ডিপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছত্রাজিতপুর সোনাপাড়ার শফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল কাদের জিলানী ওরফে সুইট (২১), চন্ডিপুর ঘোষপাড়া গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. করিম ইসলাম সিয়াম (২১) ও ছত্রাজিতপুর কুমারপাড়া গ্রামের নেস মোহাম্মদের ছেলে মো. ইউসুফ বিশ্বাস (২৮)। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত