মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন :
বিরামপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৪৭ জন উপকার-ভোগীকে ১৪ লক্ষ টাকার ক্ষুদ্র ঋণদান করা হয়। ৫ রোগীর প্রত্যেক ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ হয়।
৭এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক।
অনুষ্ঠানে ২ জন ক্যান্সার রোগী মাহমুদপুরের মোরসেদা বেগম ও প্রাণনাথপুরের আকলিমা, স্ট্রকে প্যারালাইসিস জন ২ রোগী ইসলামপাড়ার বেলাল হোসেন ও শামীম আকতার এবং কিডনি রোগী পূর্বজগন্নাথপুরের জাহানারা বেগম প্রত্যেকের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত