আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের সোনা-মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন গিয়ে ভারতে যাওয়ার পথে দুটি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে৷ মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে ভারত-গামী এক যাত্রীর দেহ তল্লাশি করে অন্তর্বাসের ভেতর থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। আটককৃত চোরাকারবারি শরিয়তপুর জেলার জাজিরা বড়কান্দি গ্রামের মো. রউফ মাদবরের ছেলে মো. শাইন মাদবর। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ২৩৩ গ্রাম এবং এর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়ন ও সোনা-মসজিদ স্থলবন্দর কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বিজিবি। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের জানা যায়, সোনা-মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে স্বর্ণ পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সংবাদের প্রেক্ষিতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ায় নেতৃত্বে ও সোনা-মসজিদ স্থলবন্দর কাস্টমসের সহযোগিতায় যাত্রীদের অধিকতর তল্লাশি করা হয়। এক পর্যায়ে আটককৃত যাত্রী শাইন মাদবরের দেহ তল্লাশি করে দুটি স্বর্ণের বার জব্দ করে। বিজিবি আরও জানায়, জব্দ হওয়া স্বর্ণের বারগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর আটককৃত ব্যক্তিসহ স্বর্ণের বারগুলো সোনা-মসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত