আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি নবম জাতীয় সংসদের ৪৮ নওগাঁ আসনের সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডেপুটি স্পীকার তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার দুপুরে নওগাঁ শহরের উকিল পাড়ায় বাসায় অজ্ঞান হয়ে যান ৬৮ বছর বয়সী আকরাম চৌধুরী। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বেলা ১১টায় ২য় জানাজা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেনকে ২০১৫ সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কৃর্তপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তার হাতেই প্রতিষ্ঠিত হয় নওগাঁর কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও ৯৯.২ এফএম।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত