মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কমলগঞ্জে সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের সরদার ও চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল-হোতা কালন মিয়া (৪৩)-কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর সদস্যরা। আটক কালন মিয়া কমলগঞ্জ উপ-জেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। তার নামে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
র্যাব সূত্র জানায়, গত ৬ নভেম্বর সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি গ্রামের সেনা সদস্য (পূর্বে র্যাব এ কর্মরত) সুনীল সিংহের বাড়িতে মুখোশ-ধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে বসতঘরে প্রবেশ করে। এ সময় তার বৃদ্ধ বাবা চন্দ্র সিংহ (৭৫), মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫), চাচী রাজকুমারী সিনহা (৫০) কে অস্ত্রের মুখে জমি করে হাত, পা বেঁধে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়। তাদের আত্ম-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের ঘরের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পান। এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় তুলে। র্যাব-৯, সিলেট চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। গত ১২ নভেম্বর সন্ধ্যায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট সদর দপ্তর থেকে সংবাদ ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে ৭ নভেম্বর এ ঘটনায় সুনীল সিংহের পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় অজ্ঞাত দুই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করার ৬ দিনের মাথায় ঘটনায় জড়িত ডাকাত সরদার কালন মিয়াকে আটক করে র্যাব সদস্যরা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত