আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক একটি বাড়ি দখলে নিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই জন। হামলার পর নিরাপত্তা-হীনতায় রয়েছে ওই শিক্ষকের পরিবার। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে আলিনগর এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে নাসির উদ্দিন (৪৫) ও তার স্ত্রী মনোয়ারা খাতুন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনায় নাসির উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করা হয়েছে। হামলার শিকার ভুক্তভোগী ব্যক্তি ও তার পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বসতভিটায় থাকা দোতলা বাড়ি নাসির উদ্দিন ও তার দুই বোনকে তাদের মা রেজিস্ট্রি করে দেন। এরপর তারা এই বাড়িতে বসবাস করছেন। কিন্তু দীর্ঘদিন ধরেই বাড়িসহ জমি দখলে নেয়ার পায়তারা করছে নাসির উদ্দিনের ভাই আয়েশ উদ্দিন। এমনকি জোরপূর্বক দখলে নিয়ে বাড়িতে বসবাসের দাবি জানালে নাসির উদ্দিন ও তার বোনেরা অস্বীকৃতি জানায়৷ এরই সূত্র ধরে শুক্রবার বিকেলে নাসির উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত নাসির উদ্দিন বলেন, বাড়ি দখল নিতে ১০-১২ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে আয়েশ উদ্দিন। লাঠিসোটা, হাতুড়ি, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে আয়েশ উদ্দিনের হাতে থাকা হাতুড়ি দিয়ে আমাকে আঘাত করে। এতে আমার বাম হাত ভেঙে যায়। আমার ছেলে ও স্ত্রী এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারধর করে সন্ত্রাসী বাহিনী। আহত মনোয়ারা খাতুন জানান, আমাকে পরনের কাপড়চোপড় টানা-হেঁচড়া করে বিবস্ত্র করে এবং শরীরের বিভিন্ন এলোপাথাড়ি কিল-ঘুষি মারে। বারবার স্বামীকে না মারতে অনুরোধ করতে থাকলেও মারতে থাকে। আমাকেও বেধড়ক পেটায় সন্ত্রাসী বাহিনী। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান, মারধর ছাড়াও ঘরে থাকা তিন ভরি স্বর্ণের অলংকার, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১০ হাজার টাকা এবং নগদ দেড় লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় সন্ত্রাসী বাহিনী। মারধর লুটপাট ছাড়াও আমাদেরকে বাড়ি ছেড়ে যেতে হুমকি দেয়। এমনকি বাড়ি না ছাড়লে প্রাণনাশের হুমকি দেয় আয়েশ উদ্দিন। এ ঘটনার পর গত রবিবার সন্ধ্যায় আবারও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একইভাবে হামলা করে তারা। এনিয়ে বর্তমানে নিরাপত্তা হীনতায় রয়েছি আমরা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মারামারির ঘটনায় থানায় এজাহার নেয়া হয়েছে। তদন্ত-কাজ শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত