আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে পাঁকা, ছত্রাজিতপুর ও উজিরপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় ও ১২ লাখ টাকার চেক বিতরণ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়নে বিকাশ সাধন প্রকল্পের আওতায় ৪টি ট্রেডে অংশগ্রহণকারী শতাধিক প্রশিক্ষণার্থীর মাঝে ১২ লাখ টাকার চেক ও ৫ হাজার নারী-পুরুষের মাঝে ফলজ ও বনজসহ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত