ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে রাস্তায় সাইড দেয়া নিয়ে ট্রাকের সাথে মাইক্রোবাসের ঘষা লাগাকে কেন্দ্র করে ট্রাক-শ্রমিকদের মারধর ও বালু-ব্যবসায়ী যুবককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন। রবিবার (১২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুর পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত এই প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় নগরের পাট-গুদাম ব্রিজ মোড় এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন চানু, সিনিয়র সহ-সভাপতি মানিক, যুগ্ম সম্পাদক আলী, সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষ, কোষাধ্যক্ষ সিরাজুল হক। প্রতিবাদ সমাবেশে কয়েকশ শ্রমিক কর্মচারী অংশগ্রহণ করে। সমাবেশে শ্রমিক নেতা সানোয়ার হোসেন সানু বলেন, সন্ত্রাসীদের হাতে শ্রমিকরা মারধরের শিকার হবে, নিরীহ লোক খুন হবে। এটা মেনে নেওয়া হবে না। অবিলম্বে শ্রমিকদের মারধর ও এক যুবক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে সারা দেশের শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। পরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনাস্থলে এসে ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে যায় শ্রমিকরা। পরে যান-চলাচল স্বাভাবিক হয়। প্রসঙ্গত, শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ নগরীর চায়না মোড় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল-প্লাজা এলাকায় সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে ট্রাক-শ্রমিকদের সঙ্গে মহানগর যুবলীগের বহিষ্কৃত এক নেতার নেতাকর্মীদের বিরোধ হয়। এতে যুবলীগ নেতাকর্মীদের মারধর ও ছুরিকাঘাতে নিহত হয় মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগরের ভাতিজা আব্দুর রাজ্জাক রাকিব। সেই সঙ্গে গুরুতর আহত হয় ট্রাক ও বাস শ্রমিক সাদেক আলী (৩২) ও শহিদ মিয়াসহ (৪০) কয়েকজন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত