ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের আটোয়ারীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মণ (৩৫) নামে ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকালে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের হাজি সাহার আলী স্কুলের দক্ষিণ পাশে রেললাইনের উপর এ ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, নিহত যুবক পলাশ চন্দ্র বর্মণ রাধানগর ইউনিয়নের রাধানগর ঠাকুরবাড়ি গ্রামের হরদেব চন্দ্র বর্মণের ছেলে। সে জন্মগত ভাবে ভারসাম্যহীন প্রতিবন্ধী। স্থানীয়রা জানায়, প্রতিদিন মতো সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে এলাকায় ঘুরতেন ভারসাম্যহীন যুবক পলাশ। এদিকে রোববার সকালে রেললাইনের উপর দিয়ে হাটতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়-গামী একটি ট্রেনের নিচে পড়ে যায় সে। এসময় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় পলাশ। ঘটনার পর পরেই স্থানীয়রা ইউনিয়ন পরিষদে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয় চেয়ারম্যান আবু জাহেদ।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত