ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা আজ (১২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) একই সাথে সোমবার ছট পূজা উপলক্ষে টানা চার-দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুইদিনের জন্য সকল প্রকার আমদানি- রফতানি বন্ধ রাখা হয়েছে। রবিবার (১২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকালে বন্দরের আমদানি- রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই- খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। তবে এসময়ে ইমিগ্রেসনের মাধ্যমে যাত্রী-পারাপার স্বাভাবিক থাকবে। তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা শ্যামাপূজা আজ। অপরদিকে সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ছট পূজা। তাই উভয় দেশের ব্যবসায়ী- শ্রমিক ও বন্দর সংশ্লিষ্টদের সম্মতিতে রোববার ও সোমবার বন্দরের আমদানি রফতানি কার্যক্রম দুই দিন বন্ধ রাখা হয়েছে। তবে মঙ্গলবার (১৪নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকাল থেকে আবারো কার্যক্রম স্বাভাবিক হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত