ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা-নাশকতার ঘটনায় জড়িত অভিযোগে নান্দাইল থেকে ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম আকন্দ (২২) কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেলে আত্মগোপনে থাকা অবস্থায় নান্দাইল উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদুল ইসলাম আকন্দ নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের ফারুক আকন্দের ছেলে এবং ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্রদলের যুগ্ম আহবায়ক। পুলিশ সূত্র জানায়, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএিনপি’র মহা-সমাবেশে অংশগ্রহণ করে নয়া পল্টন আশপাশ এলাকায় নাশকতা, রাজারবাগ পুলিশ হাসপাতালে আক্রমণ ভাংচুর সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করার পাশাপাশি পুলিশের উপর আক্রমণ করে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় নাহিদ। ওই সময় নাশকতাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে গ্রেফতারকৃত নাহিদ সহ পলাতকদের অনেকের গায়ে লেগে জখম হয়। আর নাহিদ আহত হওয়ার ঘটনায় বিএনপি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গ্রুপে ব্যাপক ভাবে প্রচার করে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান রাশেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত