জর্ডান, আম্মান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস-২০২৩’ পালিত হয়েছে। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরাআন থেকে তেলওয়াত করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও জর্ডানের প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। দিবসটির তাৎপর্যের ওপর একটি আলোচনাপর্ব অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত নাহিদা সোবহান তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও দ্রুত সময়ে সংবিধান প্রণয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্ব এবং দিক নির্দেশনার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও সুসংগঠিত সংবিধান, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের সংবিধানে মানুষের মৌলিক মানবাধিকারের ধারাগুলো অন্যতম মূলভিত্তি হিসেবে সন্নিবেশিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি সংবিধানের সম্মান ও মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য সকলকে আহ্বান জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত